Be a Trainer! Sha re your kowledge.
Home » Java » [Hot~Post] এখন আপনার ফোনের ব্রাউজার এর Home Page Histroy Count কাস্টমাইজ করুন।

[Hot~Post] এখন আপনার ফোনের ব্রাউজার এর Home Page Histroy Count কাস্টমাইজ করুন।

Best Social Site


Hello বন্ধুরা তোমরা তো জানোই জাভা ফোন এমন একটা ফোন যা অনেক আগে থেকেই আছে।আসলে এই জাভার জন্য Wapka হয়েছিলো কিন্তু এন্ডোয়েড আসার পর তাদের ইউজার হারাতে থাকে তাই আজ আর Wapka নেই।তো বুজতেই পারছো জাভা কত টা ভালো ।আর আজ কে নিয়া আসছি আরেক টা ট্রিক তো চলেন একটু পড়ে নিই।আজকের পোষ্ট জাভা নিয়া।
জাভা আইটেল এ যে সেট করা বা কাস্টম ব্রাউজার থাকে সেটি হোমপেজে ৩ টা History(হিসটরি) দেওয়া থাকে পরে আমাদের History তে ক্লিক করে সব History দেখেতে হয় কিন্তু আজকে তোমার শিখাবো হোম পেজের 3 টা History থেকে 1-15 টা পর্যন্ত করতে পারবা।
পরে বন্ধু লগে ভাব লইবা পরে তোমার বন্ধু কইবে কিভাবে করছোছ এটা একটু শিখানা পরে তুমি ওরে শিখাবা পরে কইবা আমি Pagladj.Ml থেকে শিখছি ওকে।
আবার বইলো না এটা তোমর ট্রিক ওকে এই সব চেয়ে সহজ।ওকে।

+++++Let's Start+++--
Follow All SS(screenshot)and text
১)প্রথমে অপেরা মিনি 4.21 ওপেন করে।Menu তে ক্লিক করে Go To তে ক্লিক করো
২) File Manager এ ক্লিক করো।

৩) Operaminicustom নামের ফোল্ডার এ ক্লিক করো।
৪) mini4 এ ক্লিক করো।

৫) reksio.ini এ উপরে যাও পরে।

৬) Menu তে ক্লিক করে Open এ ক্লিক করো

৭) Text/UTF-8 এ ক্লিক করো।
৮) Edit এ ক্লিক করো।

Note :
Homepage Hitorycount: 3
এখানে 3 বদলো তোমার ইচ্ছা মতো নাম্বার দাও।
৯) Page তে ক্লিক করো। ১০) Edit করা শেষ হলে আপনার দেওয়া নাম্বার টা শো করবো এখন Save এ ক্লিক কর। SS এর মতো। ১১) Done!!!!
কাজ শেষ এখন আপনার ফোনের কাস্টম ব্রাউজার এ যাও দেখ হোম পেজের History কমে বা বেড়ে গেছে আগে ছিলো 3 আর এখন কত হয়েছে।

So Good Bye

2019 ago [28-09-19 (16:34)]

About Author

RJDIP
Author

No responses to [Hot~Post] এখন আপনার ফোনের ব্রাউজার এর Home Page Histroy Count কাস্টমাইজ করুন।

    Be first Make a comment.

Leave a Reply

You must be logged in to post a comment.
Back To Top

DOWNLOAD NOW